বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জেল

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় একটি মাছের ঘেরের সম্পত্তির মালিকানা নিয়ে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের ৭ দিনের জেল দেয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন এ আদালত পরিচালনা করেন।

সাজা প্রাপ্তরা হচ্ছে- পাইকগাছা থানার প্রতাপকাটি গ্রামের নাজমুল খা(২৮), আজিজুল মোড়ল(৩৫) ও রাসেল আহমেদ (৩০)।

উপজেলার পারমাগুরখালী এলাকায় একটি মাছের ঘের নিয়ে পাইকগাছার প্রতাপকাটি গ্রামের শুভংকর বৈরাগীর সাথে পঞ্চু গ্রামের শেফালী গাইনের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এনিয়ে শুক্রবার রাতে ওই ঘের এলাকায় এসে বহিরাগত ওই তিন ব্যাক্তি শুভংকর বৈরাগীর পক্ষ হয়ে সরকারি নির্দেশ অমান্য করে ত্রাস সৃষ্টি করে।

ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, জনসাধারণের জন্য অস্বস্তিকর এমন পরিস্থিতি সৃষ্টি করার অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৬৮ ধারায় ৩ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন