নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রিয়াজ (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিয়াজ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রিয়াজ সোনাডাঙ্গা থানার খা-বাড়ি এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বিকেলে রিয়াজ গোবরচাকা গাবতলা মোড়ে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন যুবক তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য সম্ভাব্য স্থানে অভিযান চলছে।
খুলনা গেজেট/এএজে