বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ডুমুরিয়ায় দুর্গাপূজা ঘিরে জমে উঠেছে কেনাকাটা

ডুমুরিয়া প্রতিনিধি

আগামীকাল রবিবার শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। তাই শেষ মুহূর্তে কেনাকাটার জন্য বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও ফুটপাতের দোকানে ব্যাপক ভিড় দেখা গেছে। সন্ধ্যার পর বিপণিবিতানগুলোতে ভিড় বেশি লক্ষ্য করা গেছে। তবে মূল্যবান পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।

জানা যায়, দুর্গাপূজার উৎসবকে ঘিরে প্রতিবছরই ন্যয়ে কেনাকাটার ভিড় পড়েছে বিভিন্ন মার্কেটে। পোশাক, জুতা, কসমেটিকস, ইমিটেশনের গয়না ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাজারে ক্রেতাদের ভিড় লেগেই আছে। গত বছরের চেয়ে এবার দুর্গাপূজায় কেনাকাটার ভিড় অনেক বেশি। পুরুষের পাশাপাশি নারীদেরও ভিড় ছিলো অনেক। ক্রেতাদের চাহিদাও নামি-দামি পোশাকের উপর।

চুকনগর বাজারের আদর্শ বস্ত্রালয় শপিং কমপ্লেক্স, মমতা বস্ত্রালয়, ডুমুরিয়ার কালিমাতা বস্ত্রালয়, ঠাকুর বস্ত্রালয়, দেবশ্রী বস্ত্রালয়, বাঁধন বস্ত্রালয়, ঠাকুর গার্মেন্টস, তুষার গার্মেন্টস, মাধবি কসমেটিকসহ কয়েকটি ব্রান্ডের দোকানে গতকাল শুক্রবার উপচে পড়া ভিড় ছিলো শেষ মুহূর্তের কেনাকাটায়। পূজার বর্ণিল ও উৎসবমুখোর পরিবেশে সপরিবারে মার্কেটে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। বিকাল ৩টার পর থেকে রাত ৯টা পর্যন্ত ভিড় লেগে আছে। পূজা উপলক্ষ্যে বিশেষ ছাড়ও দিচ্ছেন অনেক দোকানিরা। বেশি বিক্রি হচ্ছে শাড়ি ও রেডি থ্রি-পিস। ক্রেতা দেখে বোঝার উপায় নেই যে ধনি কি গরীব। সবার হাতে নামি দামি শাড়ি-কাপড়সহ নানা রকমের সামগ্রী।

দোকানিরা বলছেন ক্রেতাদের চাহিদা এবার দামি পোশাকের দিকে। পুজার বাজারে ছেলেদের পায়জামা-পাঞ্জাবি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মেয়েদের বিভিন্ন ধরনের ত্রি-পিচ, শাড়ি এবং বাচ্চাদের রকমারি পোশাক বিক্রি করা হচ্ছে। এবার জামদানি, কাতান, বেনারসি, সিল্ক, সুতি ও তাঁতের শাড়ির চাহিদা বেশি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুকনগর আদর্শ বস্ত্রালয় শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে আসেন দক্ষিণবঙ্গের সাড়াজাগানো জনপ্রিয় যাত্রা শিল্পী নায়ক কুমার দেবু। তিনি সাতক্ষীরার আশাশুনি থেকে কেনাকাটা করতে এসেছেন এ দোকানে। তিনি বলেন, “এ বছর কেনাকাটার ভিড় অনেক বেশি।” খুলনা থেকে বাড়ি ফেরার পথে তিনি চুকনগর থেকে কেনাকাটা সেরে যাচ্ছেন।

চুকনগর আদর্শ বস্ত্রালয়ের মালিক বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব আঢ্য জানান, দুর্গাপূজার কেনাকাটা গত কয়েকদিন ধরে শুরু হয়েছে। মার্কেটে ক্রেতার ভিড় অনেক বেশি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন