রূপসায় দুর্ঘটনা প্রবণ সড়কে জরাজীর্ণ স্পিড ব্রেকারে রং করে প্রশংসায় ভাসছে রূপসার এক ঝাঁক তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন রূপসা আলোক বর্তিকা যুব ক্লাব। সংগঠনের সদস্যরা
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে শুরু করে রূপসার প্রধান প্রধান সড়কে নির্মিত স্পিড ব্রেকারগুলো স্পষ্ট দেখার জন্য রং করে দেয়। এতে অনেকাংশে দুর্ঘটনা রোধ করা যাবে।
তাদের এমন মহৎ কাজ পরিদর্শন করেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ও নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াজ শেখ।
রূপসা ডিগ্রী কলেজের সামনের স্পিড ব্রেকারে রং করার সময় ওসি মোঃ মাহফুজুর রহমান বলেন, রূপসা আলোক বর্তিকা যুব ক্লাবের এমন কাজ খুবই প্রশংসনীয়। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্তসহ নানা ধরনের খারাপ কর্মকাণ্ড থেকে ফেরাতে হলে বেশি বেশি মানবিক ও সামাজিক কাজে অন্তর্ভুক্ত করাতে হবে। তরুণদের এই সংগঠনটি স্থানীয় মানুষের কল্যাণে একের পর এক উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফাহাদ গাজী বলেন, নিজস্ব অর্থায়ন ও সদস্যদের স্বেচ্ছাশ্রমে আমরা রূপসার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত ১০টি স্পিড ব্রেকারে নতুন করে রং করার উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম। দীর্ঘদিন ধরে এসব স্পিড ব্রেকারের দাগ মুছে যাওয়ায় জরাজীর্ণ অবস্থায় থাকায় যানবাহনের চালকরা অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তো।
এ সময় রাস্তা দিয়ে যাওয়া একজন মোটরসাইকেল আরোহী বলেন, এই স্পিড ব্রেকারগুলো পার হওয়ার সময় ভালোভাবে দেখা যেত না। ফলে অনেক ঝুঁকি ছিল। প্রায়ই দুর্ঘটনা ঘটতো এখানে। যারা এই কাজগুলি করছে তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
যে সকল স্পিড ব্রেকারে রং করা হয়েছে তা হলো- রূপসা কলেজের সামনে ২টি, বাগমারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ২টি, আনসার ক্যাম্পের সামনে ২টি। এছাড়া যানবাহন চালকদের সতর্ক করার জন্য নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় ও নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে রং করে দেওয়া হয়েছে।
স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কাজে অংশগ্রহণ করেন ক্লাবের আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর, নুরুর রহমান, মামুন শেখ, মিজানুর রহমান, সদস্য সচিব মেহেরব হোসেন, যুগ্ম সদস্য সচিব সিফাত, কোষাধ্যক্ষ নাঈম রেজা, মুখ্য সংগঠক সাব্বির, ফয়েজ, সাংস্কৃতিক সংম্পাদক মোঃ হেলাল, রাকিব, প্রচার সম্পাদক রাকিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক সানি, আলি আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক আলি আহমেদ, অফিস সম্পাদক সোহেল প্রমুখ।
খুলনা গেজেট/এমআর