যশোরের অভয়নগর উপজেলার কাপাসাটি গ্রামে হাফিজুর রহমান (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মহসিন আলীর ঘেরে পাড়থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত হাফিজুর ওই গ্রামের কালু শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, হাফিজুর পেশায় জাহাজ শ্রমিক ছিলেন। তবে মানসিক ভারসাম্যহীনতার কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন।
এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মানসিক অস্থিরতার কারণে তার স্ত্রী সংসার ছেড়ে চলে যান। হাফিজুরের ১৫ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের বাবা কালু শেখ বলেন, “আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, ঘেরের পড়ে তার ঝুলন্ত লাশ দেখা গেছে। পুলিশ এসে উদ্ধার করেছে।”
স্থানীয়রা জানান, মঙ্গলবার শেষবার হাফিজুর তার বড় ভাইয়ের বাড়িতে ভাত খেতে গিয়েছিলেন। কাউকে না পেয়ে হয়তো মানসিক কষ্ট চেপে রেখে বিকেল বা রাতের কোনো সময়ে আত্মহত্যা করেন।
নিহতের বড় ভাবি বলেন, “ছোট থেকে হাফিজুর আমাদের সবার দেখাশোনা করেছেন। গতকাল মঙ্গলবার ভাত খেতে এসেছিল। আমাকে না পেয়ে হয়তো খুদা আর কষ্টে এ পথ বেছে নিয়েছে।”
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম রবিউল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ আরও জানায়, নিহত হাফিজুর জাহাজে স্কট হিসেবে কাজ করতেন এবং তিন দিন আগে বাড়িতে ফেরেন। তিনি দীর্ঘদিন ধরে সংসার জীবন থেকে বিচ্ছিন্ন ছিলেন।
খুলনা গেজেট/এমআর