তেরখাদায় মৎস্য আইন বাস্তবায়নে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ১৬ টি চায়না দোয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার মূল্য এক লাখ ৮ হাজার টাকা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামানের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় বুধবার তেরখাদা উপজেলার মোকামপুর বাজারের জাল বিক্রেতা মোঃ বিল্লাল হোসেন এর বসতবাড়ি তল্লাশি করে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ১৬ টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ জালসমূহ উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে যৌথবাহিনীর উপস্থিতিতে জন সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।
খুলনা গেজেট/এমআর