ফুলতলায় আলম মোল্যাকে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফুলতলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- সাইফুল, রুমান মোল্যা ও নাসির খান।
ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।