বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

উৎসবমুখর পরিবেশে ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টি উপেক্ষা করে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত।

নির্বাচনে মোট ভোটার এক হাজার ৬৮৪ জন। ভোট শুরু হওয়ার আগে থেকেই সমর্থকরা ভোট কেন্দ্রের সামনে খুলনা-যশোর মহাসড়কের দু’ পাশে দাঁড়িয়ে স্ব স্ব প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে শুরু করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটা পর্যন্ত দেড় ঘন্টায় ভোট প্রদান করেছেন ৩৯৪ জন ভোটার। ১৩ টি পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ভোটকেন্দ্রের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন