বৃহস্পতিবার । ৬ই নভেম্বর, ২০২৫ । ২১শে কার্তিক, ১৪৩২

ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান কেএমপি’র

নিজস্ব প্রতিবেদক

নগরীর ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণরূপে মুক্ত করার লক্ষ্যে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে নগরীর ডাকবাংলা মোড়, হুগলির মোড়, হেলাতলা, থানা মোড় ও পিকচার প্যালেস মোড় এলাকার বিভিন্ন দোকানের সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণ করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ছয়রুদ্দীন আহম্মেদ।

কেএমপির পক্ষ থেকে জানানো হয়- ফুটপাতগুলোতে সাইনবোর্ড ও অস্থায়ী দোকান স্থাপন করায় পথচারীরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হয়। যা সৃষ্টি করে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থার পরিবর্তন করতে কেএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। অন্যান্য ব্যস্ততম ফুটপাতেও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন