বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচন

পরশু ভোট : প্রচারণা শেষ হচ্ছে আজ সভাপতি পদে দুই হেভিওয়েট প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

আজ শনিবার রাত দশটায় শেষ হচ্ছে জমজমাট নির্বাচনী প্রচারণা। আগামী পরশু সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৫৮ জন।

নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হেভিওয়েট দুই সভাপতি প্রার্থী। ভোটারদের ধারণা নবীন এবং প্রবীণের মধ্যকার লড়াই হবে জমজমাট। ৭০ বছর বয়েসি মীর কায়ছেদ আলী খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক সভাপতি। অত্যন্ত দক্ষতা, যোগ্যতা এবং সুনামের সাথে তিনবার নির্বাচিত যোগীপোল ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। টানা ৩৭ বছর খানজাহান আলী থানা বিএনপি’র নেতৃত্ব দিয়েছেন।

অন্যদিকে উদীয়মান, তরুণ ৩৮ বছর বয়েসি মোঃ আল মামুন জুয়েল দীর্ঘদিন ধরে খানজাহান আলী থানা যুবদলের রাজনীতিতে সক্রিয়। খুলনা মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক ছিলেন। তার পিতা আব্দুল মান্নান হাওলাদার পরপর দুইবার ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি ছিলেন। সভাপতি পদে দলীয় নবীন ও প্রবীণ দুই প্রার্থীর লড়াইকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে বাজারের ভোটারদের মধ্যে।

দেড় যুগ পর বাজারের সাধারণ ব্যবসায়ীদের দীর্ঘ প্রত্যাশিত ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাজারের অলিগলি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ভবনের বারান্দা, বিল্ডিংয়ের ছাদ, বৈদ্যুতিক খুঁটি রং বেরঙের পোস্টার, প্যানা, স্টিকারে ছেয়ে গেছে। প্রার্থীদের প্রচার কেন্দ্রগুলো সরোবর সমর্থকদের পদচারণায়ে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে স্ব স্ব প্রার্থীদের পক্ষে হ্যান্ড মাইক নিয়ে প্রচারণা।

প্রার্থীদের বড় বড় প্যানা শোভা পাচ্ছে ফুলবাড়িগেট খুলনা-যশোর মহাসড়কের উভয় পাশে এবং কুয়েট সড়ক প্রবেশদ্বার চত্বরে। বাজারের কয়েকটি ভবন ও নির্বাচনী প্রচার কার্যালয়েগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। ঝলমল করছে বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং আলোকসজ্জাকৃত ভবনগুলো। আলোকসজ্জা করা হয়েছে ভোট গ্রহণ অনুষ্ঠানস্থল মীরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ভবনটি।

বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে অন্য পদগুলোর তুলনায়ে মূলত সভাপতি পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত দেখার বিষয়ে কে হাসবেন বিজয়ের হাসি!

এদিকে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, বিতর্কহীন এবং সর্বমহলে গ্রহণযোগ্য করার লক্ষ্যে শুরু থেকে তৎপরতা অব্যাহত রেখেছে নির্বাচন পরিচালনা কমিটি। গত সোমবার নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় বাজার চত্বরে তৈরি একই মঞ্চ থেকে প্রচারণা চালিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্ট ফর্ম বিতরণ সম্পন্ন হয়েছে। কেনা হয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স। ভোট গ্রহণের দিন কেন্দ্রের পার্শ্ববর্তী খুলনা-যশোর মহাসড়কের কেডিএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশদ্বারে ভোট গ্রহণ সরাসরি প্রদর্শনের জন্য স্থাপন করা হবে এলইডি টিভি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন