বৃহস্পতিবার । ৬ই নভেম্বর, ২০২৫ । ২১শে কার্তিক, ১৪৩২

নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন গোলদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নগরীর রূপসা নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবক বাগেরহাট সদর উপজেলার দরী রসুলপুর রাখালদাসি ইউনিয়নের আজীত গোলদারের ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নতুন বাজার এলাকার মাহফুজের মুরগির দোকানে মুরগির পশম ছাড়ানোর মেশিনের বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে আলাউদ্দিন ঘটনাস্থলেই জ্ঞান হারায়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৯টা ৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন