সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ সিদ্দিকুর রহমান (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খুলনা থানাধীন নিরালা কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান ২ নম্বর কাশেম সড়কের বাসিন্দা শেখ আব্দুর সাত্তার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে সিদ্দিক মোটরসাইকেল চালিয়ে ময়লাপোতা থেকে শেরে বাংলা রোড হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিরালা মোড় সংলগ্ন কাঁচাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেবা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে যান।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ বর্তমানে পরিবারের তত্ত্বাবধানে রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন