খালিশপুরে দুর্বৃত্তদের হামলায় যুবক জখম

নিজস্ব প্রতিবেদক

দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খালিশপুর ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মাসুদ হোসেন (৪৫) গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খালিশপুর মার্কেট বাজার রোডে তাকে কুপিয়ে জখম করে।

তিনি খালিশপুর এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে তিনি খালিশপুর বাজার মার্কেট রোডে অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী সেখানে গিয়ে তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর থেকেই তিনি অজ্ঞান অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক বলে জানা গেছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খালিশপুর মার্কেট বাজার রোডে দুর্বৃত্তদের হামলায় মাসুদ রানা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনা গেজেট/সাগর/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন