দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে পিআর পদ্ধতির বিকল্প নেই : অধ্যক্ষ ইউনুছ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাও. ইউনুস আহমাদ বলেন, পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। পিআর পদ্ধতি ব্যতীত নির্বাচন হলে জনগণ স্বৈরাচার মুক্ত দেশ গড়তে পারবে না। যারা ক্ষমতায় যাবে তারাই স্বৈরাচার হয়ে ক্ষমতা ছাড়বে। তাই দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে পিআর পদ্ধতির বিকল্প নেই।

বৃহস্পতিবার রাতে রূপসায় ইসলামী আন্দোলনের উপজেলা শাখার দায়িত্বশীলদের তারবিয়াত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের রূপসা শাখার সভাপতি শেখ মোহাম্মাদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা সাধারণ সম্পাদ এস এম রেজাউল করিম, রমজান মল্লিক লিটন, হাফেজ আঃ হালিম, আব্দুল হাফিজ, মাও. মাসুদুর রহমান রউফী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাও. জামাল উদ্দিন, মাও. তাওহিদুল ইসলাম মামুন, মুফতী মিজানুর রহমান, মাসুদ ফকির, মাও. আব্দুস সাত্তার হালদার, মাও. শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান চান, হাফেজ আব্দুল কাদের, আলহাজ্ব ইকরামুল হক, মাও. আনিসুর রহমান, আরজান মেম্বার, হেলাল উদ্দিন শিকারী, সেলিম সরদার, আল-আমীন, সিরাজুল ইসলাম সিরাজ, মুন্সি শহিদুল ইসলাম, নুর ইসলাম, মুফতী নাজমুস সাকিব প্রমূখ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন