রাত পোহালেই কৈয়া বাজার কমিটির ভোট

নিজস্ব প্রতিবেদক

কৈয়া বাজার এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীদের প্রচারে পোস্টার ও প্যানা সর্বত্র। নেপথ্যে রাজনীতিকদের আশীর্বাদ রয়েছে। রাত পোহালেই কৈয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাহী কমিটির ১১ টি পদে ২৮ জন প্রার্থী। ৭৬৬ ভোটারের রায়ে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে।

সভাপতি পদের প্রার্থীরা হচ্ছেন মোঃ শেখ আব্দুর রাজ্জাক (চেয়ার) ও মোঃ শরিফুল ইসলাম মিঠু (ছাতা), সহ-সভাপতি প্রার্থীরা হচ্ছেন তপন কুমার মন্ডল (আম), ফেরদৌস শেখ (পদ্মফুল) ও মোঃ জাকির হোসেন মিস্ত্রী (তালা চাবি), সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হচ্ছেন মোঃ আব্দুর রাজ্জাক আকন (দোয়াত কলম), মোঃ হারুন সর্দার (ঘোড়া), শেখ মোঃ মাসুম রহমান লাভলু (মাছ), সহ-সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হচ্ছেন, শেখ নিজাম (মাইক), সৈয়দ আহাদুজ্জামান (দোয়াত কলম), মোঃ দুলাল আকন (টেলিভিশন), আইন বিষয়ক সম্পাদক পদের প্রার্থীরা হচ্ছেন মোঃ মেহেদী হাসান সর্দার (বই), মোঃ আমির হোসেন টুটুল (ফ্যান), মোঃ ইমরান হোসেন (শাপলা), কোশাধ্যক্ষ পদের প্রার্থীরা হলেন, মোঃ সোলায়মান আকন (বট গাছ), সুমন্ত পাল (ঘুড়ি), সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা হলেন, আসলাম শিকারি (মটরসাইকেল), মোঃ মিলন আকন(জগ), মোঃ মোস্তফা আকন (ইজিবাইক ৪), সালেহ আহম্মাদ টগর (কাপ-পিরিচ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদের প্রার্থীরা হলেন, সোহেল আকন (ব্যাট), ইন্দ্রজিৎ কবিরাজ (ফুটবল), দপ্তর সম্পাদক পদের প্রার্থীরা হলেন, মোঃ কামরুজ্জামান (কলস) মোঃ ওয়াজিব উল্লাহ ইসলাম সোহান (মই), প্রচার সম্পাদক পদের প্রার্থীরা হলেন, মোঃ আবুল কালাম হাওলাদার (সাইকেল), মোঃ জাফর আকন (ভ্যান), কার্য নির্বাহী সদস্য পদের প্রার্থীরা হলেন, মোঃ নাজমুল হাসান (মোরগ) ও মোঃ নূর মোহাম্মদ (টিয়া পাখী)।

বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক মৃন্ময় মন্ডল জানান, শতভাগ সঠিক না হলেও ভোটার তালিকা তৈরিতে বেশ স্বচ্ছতা আনা হয়েছে। ব্যবসায়ীরা এ নির্বাচনে বেশ উৎসাহী। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে শহিদ আবুল কাশেম ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আরিফুল ইসলাম স্বপনকে। সহকারী অধ্যাপক সুকৃতি মন্ডল প্রিজাইডিং অফিসার, প্রভাষক মনিরুজ্জামান হাওলাদার, মদন মোহন সর্দার, সুজিত কুমার রায়, সুজন কুমার বিশ্বাস, মৃত্যুঞ্জয় দাস, তাপস কুমার মন্ডল ও রাজিব আচার্য সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

রিটার্নিং অফিসার অফিসার অধ্যক্ষ এস এম আরিফুল ইসলাম বলেন, আগামি কাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কলেজে মোট ৭ টি বুথে ৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন। কলেজের মোট ৩৪ জন কর্মকর্তা ও কর্মচারী ভোট গ্রহণ কার্যক্রমে থাকবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন