ডুমুরিয়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশু সিয়াম সরদারের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে চেচুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চেচুড়ি গ্রামের মহিউদ্দিন সরদারের ছেলে ছিয়াম সরদার (১বছর ৬মাস) খেলতে খেলতে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজির একপর্যায় বিকাল ৩ টার দিকে শিশুর দাদি রোকেয়া বেগম পানিতে নেমে শিশুকে উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।
খুলনা গেজেট/এএজে