বাংলাদেশ বেতার খুলনার উপ-আঞ্চলিক পরিচালক মো. শাহিদুল ইসলাম বলেন, সবুজ বিপ্লব ঘটাতে জনসম্পৃক্ততা জরুরি। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ঘোষক-ঘোষিকারা বেতারে উপস্থাপনার পাশাপাশি নানামুখি পরিবেশবান্ধব কর্মসূচি পালন করছে। আমরা তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে খুলনা বেতার কেন্দ্রের উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেডিও এ্যানাউন্সার’স ক্লাব খুলনার আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তানিয়া সুলতানাসহ কমিটির সদস্যরা।
খুলনা গেজেট/এএজে