কয়রায় হরিণের মাংস উদ্ধার

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা গ্রাম (সাতআনিয়া স্কুলের পাশে) থেকে হরিণের মাংস উদ্ধার করেছে স্থানীয়রা।

জানা গেছে, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে হরিণের মাংস পাচার করছিল কয়েকজন ব্যক্তি। এসময় স্থানীয় আবুল কালাম নামের এক ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে দুই হাত দিয়ে ব্যারিকেড দিলে পাচারকারীরা মাংস ভর্তি ব্যাগ ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে কয়রা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে হরিণের আনুমানিক ১২ কেজি মাংস উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন