সুন্দরবনে বিনা পাশে প্রবেশ করায় ৩ জেলে কারাগারে

কয়রা প্রতিনিধি

সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী থেকে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে আদালতে নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টায় সময় আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শ্যামনগর উপজেলার নাপতি খালী গ্রামের রবিউল (৪২), আবুল বাশার (৩৫) ও সাপখালী গ্রামের মো. ঈসা (৪২)।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় নিয়মিত টহলকালে দূর থেকে একটা নৌকা দেখতে পাই। এ সময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতি পত্র (পাস) দেখতে চাইলে তারা দেখাতে পারে না। ফলে তাদের আটক করি।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা করে কয়রা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। জব্দ কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন