ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম পরিদর্শনে ইউএনও

ডুমুরিয়া প্রতিনিধি

বিলডাকাতিয়াসহ ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা অপসারণের কাজ চলছে বেশ কিছুদিন যাবত। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চলমান ওই কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও মুহাম্মদ আল-আমিন।

তিনি খুদেরখালের শলুয়া স্লুইস গেট ও লতা বাইপাস এলাকাসহ বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া পানি কমিটির সভাপতি অধ্যাপক জিএম আমান উল্লাহ, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিত বালা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, খুলনার কৃষক ফরমের সভাপতি মোহাম্মদ মজনু শেখ, বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জি, মোঃ ওমর আলী আকুঞ্জি, শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম, বিপুল মন্ডল, মোঃ কবির হোসেন চৌধুরী, ইউপি সদস্য তরুণ বিশ্বাস, মোঃ ফিরোজ হোসেন মোড়ল, তারক চন্দ্র মন্ডল, মিজান গাজী প্রমূখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন