প্রতাপনগর পরিবারের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রতাপনগর পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হয়। সদ্য প্রতিষ্ঠিত খুলনাস্থ প্রতাপনগর পরিবার এর আয়োজনে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেএমপির সহকারী পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) ত. ম. রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মামুনুর রহমান তুহিন, প্রধান শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম এবং আইবিবিএল-এর ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার আলমগীর হুসাইন, মনিরুল ইসলাম ও মো. কামাল হোসেন গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন মো. হেফজুর রহমান। আলোচনা পর্ব শেষে দেশের সুখ, শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জুলফিকার আলী।

দ্বিতীয় পর্বে ছিল মধ্যাহ্নভোজ এবং তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় চার দলীয় ফুটবল প্রীতি ম্যাচ।

উল্লেখ্য, প্রতাপনগর পরিবার একটি অ-রাজনৈতিক সংগঠন হিসেবে ২০২৫ সালে আত্মপ্রকাশ করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন