বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনায় মাদক কারবা‌রির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় খুলনার এক‌টি আদালত মোঃ বা‌রেক আকন না‌মে এক মাদক কারবা‌রি‌কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান ক‌রে‌ছেন। পাশাপা‌শি তা‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও এক মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

সাজাপ্রাপ্ত আসা‌মি খালিশপুর থানাধীন নেভি চেকপোস্ট আমজাদের বাড়ির ভাড়াটিয়া আনসার আকন ওরফে আহমেদ আক‌নের ছেলে।

রোববার খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দয়রা জজ প্রথম আদাল‌তের বিচারক সু‌মি আহ‌মেদ এ রায় ঘোষণা ক‌রেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি শুভেন্দু রায় চৌধুরী।

আদাল‌তের সুত্র জানায়, ২০১৫ সা‌লের ১৭ জুন রা‌ত পৌ‌নে ১ টার দি‌কে পু‌লিশ গোপন সংবা‌দের মাধ্যমে জান‌তে পা‌রে খা‌লিশপুর থানাধীন তিতুমীর রো‌ড সংলগ্ন এ ওয়ান স্টো‌রের সাম‌নে ক‌তিপয় ব্যক্তি মাদক বি‌ক্রির উদ্দে‌শ্যে অবস্থান কর‌ছে। এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে সেখা‌নে অ‌ভিযান চালা‌লে উপ‌স্থিত ক‌য়েকজন পা‌লি‌য়ে গে‌লেও বা‌রেক পু‌লি‌শের হা‌তে আটক হয়। এ সময় তার হা‌তে থাকা ব্যাগ হ‌তে পু‌লিশ ৩০ বোতল ফে‌ন্সি‌ডিল উদ্ধার করে। ওই রা‌তে খা‌লিশপুর থানার এসআই মোঃ আলতাফ বাদী হ‌য়ে মাদক আইনে মামলা দা‌য়ের ক‌রেন।

একই বছ‌রের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ কা‌দের আহ‌মেদ, বা‌রেক আকন‌কে আসা‌মি ক‌রে আদাল‌তে এক‌টি অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন