তেরখাদা উপজেলায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত মফিজ মোল্লা গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি রাজুর চা দোকানের সামনে তেরখাদা-কালিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া থেকে আসা একটি বালুবাহী ট্রলি এবং তেরখাদা থেকে কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইজিবাইক চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন এবং দুর্ঘটনায় ট্রলির চালকও সামান্য আহত হন। দুটি যানবাহনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা দ্রুত আহত মফিজ মোল্লাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১১টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থলে রাখা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম