বৃহস্পতিবার । ৬ই নভেম্বর, ২০২৫ । ২১শে কার্তিক, ১৪৩২

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে খুলনা প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সাংবাদিকরা ‘জার্নালিজম ইজ নট এ ক্রাইম’, ‘নো ওয়ান মোর’, ‘প্রেস জার্নালিজম ম্যাটারস,’স্টপ কিলিং জার্নালিস্ট’, ‘জার্নালিস্ট আর নট টার্গেটস’, ‘গাজা জার্নালিস্ট, উই আর উইথ ইউ’- এসব প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু সাংবাদিক সমাজকেই নয়, মুক্ত গণমাধ্যম ও তথ্যাধিকারের ওপরও গুরুতর হুমকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বক্তারা আরও বলেন, গাজার সাংবাদিক হত্যার ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সবাইকে শক্ত অবস্থান নিতে হবে।

খুলনা প্রেসক্লাব আহ্বায়ক এনামুল হক বলেন, সাংবাদিকদের ওপর হামলা এবং গণমাধ্যমকে লক্ষ্য করে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধনে খুলনায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন