জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির বিকল্প নেই। এ পদ্ধতিতে জনগণের ভোটের সঠিক মূল্যায়ন হবে, কালো টাকার প্রভাব ও কেন্দ্র দখল বন্ধ হবে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে নগরীর খালিশপুর থানাধীন বৈকালী এলাকায় গণসংযোগ শেষে বৈকালী বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় দোকান, মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতি সমর্থন চান।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুদৃঢ় করতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশে নতুন ফ্যাসিবাদের উত্থান ঘটবে, যা জনগণ মেনে নেবে না।”
অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, জনগণকে নির্ভয়ে ভোট দিতে না দিলে জাতি কাউকে ক্ষমা করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা কেন্দ্র দখল আর ব্যালট বাক্স ছিনতাই করে জিততে চায় তারা বোকার স্বর্গে বাস করছে। প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, খুলনার মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও স্বচ্ছ প্রশাসন চায়। জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক অর্জনের জন্য নয়, বরং ইসলামী হুকুমতের মাধ্যমে সততা, নৈতিকতা ও ন্যায্যতার ভিত্তিতে সমাজে পরিবর্তন আনতে চায়।
সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড আমীর কাজী বায়েজিদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, সমাজ কল্যাণ সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, খালিশপুর থানা সেক্রেটারি মু. আব্দুল আউয়াল ও থানা রাজনৈতিক সেক্রেটারি মন্তাজুর রহমান। স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এসএস