জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঘোষিত নির্বাচনী রোডম্যাপে জনগণ আশ্বস্ত হতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে সরকার ও নির্বাচন কমিশনের ওপর কোনো প্রভাবশালী মহলের চাপ রয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও ভোটার সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। আমভিটা, থুকড়া, শোলগাতিয়া ও হাসানপুরসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব পথসভা ও ভোটার সমাবেশে খুলনা জেলা জামায়াত ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “জনপ্রশাসন, পুলিশ, সংবিধান সংস্কারসহ যেসব বিষয়ে সব দল একমত হয়েছে সেগুলো চূড়ান্ত করে স্বাক্ষর গ্রহণ করে তারপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে। তবেই জনগণ বিশ্বাস করবে সরকার প্রধান ও প্রধান নির্বাচন কমিশনারের ওয়াদা সঠিক।”
পরওয়ার আরও বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে দেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচনে জনগণকে ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
৩ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি গাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, আমীর মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক নূরুজ্জামান মল্লিক, মাওলানা কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে মাওলানা আলতাফ হোসেন, মাওলানা বুলবুল আহমেদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মোজাফফর হোসেন, যুব বিভাগের সভাপতি মাওলানা শামসুর রহমান, ২ নং ওয়ার্ড যুববিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম গাজী, হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে চুকনগর বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, বিগত সময়ে চাঁদাবাজি ও দখলবাজির কারণে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারেননি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা করতে পারবে বলে আশ্বাস দেন তিনি।
খুলনা গেজেট/এসএস