Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

সিটি ল’ কলেজ খুলনার প্রতিষ্ঠাতা শেখ রাজ্জাক আলীর ৯৭তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

সিটি ল’ কলেজ খুলনার প্রতিষ্ঠাতা মরহুম শেখ রাজ্জাক আলীর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কলেজের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ রাজ্জাক আলী খুলনা ও পাইকগাছায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। তিনি সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের একজন ছিলেন। তার অবদানেই সিটি কলেজ, পাইওনিয়ার কলেজসহ খুলনার বেশ কয়েকটি প্রতিষ্ঠান সরকারি হয়।

এছাড়া নারীদের শিক্ষার প্রসারে বহু স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা করেন তিনি। মানবিক কর্মকাণ্ডেও তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বক্তারা উল্লেখ করেন, পিতা হিসেবে তিনি ছিলেন আদর্শ এবং তার সহধর্মিণী খুলনায় ‘বেগম রোকেয়া’ নামে পরিচিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু। প্রধান অতিথি ছিলেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল মুনীর আব্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি ল’ কলেজের অধ্যক্ষ এম. এ. আউয়াল রাজ, জিয়া পরিষদ খুলনার সভাপতি এডভোকেট আবুল হোসেন হাওলাদার, সরকারি পক্ষের আইনজীবী এডভোকেট ড. মো. জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট আকরাম হোসেন এবং কলেজের অধ্যাপক এডভোকেট হায়দারুল হক।

বক্তৃতা ও কেক কাটা শেষে “জুলাই আন্দোলন” বিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে বক্তারা কলেজটির নাম মরহুম শেখ রাজ্জাক আলীর নামে করার দাবিও জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন