Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

দৌলতপুর পাবলার পারভেজ ও সুপর্ণা হত্যা মামলার রায় রোববার

নিজস্ব প্রতিবেদক

দৌলতপুর পাবলার পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এজাহারে উল্লেখ আছে, দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পারভেজ হাওলাদারকে। ঘটনাটি ঘটে ২০০৯ সালের ৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে। তাকে কুপিয়ে জখম করার সময় সাহাপাড়া থেকে সুপর্ণা সাহা, তার কাকা দিলীপ সাহা ও তার স্ত্রী রেখা সাহা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্ণা সাহাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পারভেজের বাবা নিজাম উদ্দীন বাদী হয়ে ৪ জানুয়ারি সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, তৎকালীন পুলিশের বড় কর্তা শহিদুল ইসলাম রবির ছেলে মিথুন বিকেলে বাড়ি থেকে ডেকে পারভেজকে নিয়ে যায়। ওই মিথুনসহ সাতজন মিলে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ আছে। একই সাতজনের নামেই চার্জশিট দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি শেষে মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত আগামী রোববার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। ওই আদালতের বিচারক সুমি আহমেদ।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন