Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীকে জীবননাশের হুমকির প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও নেসকো প্রকৌশলী রোকনকে কর্মস্থলে ‘ডিপ্লোমা সিন্ডিকেটের’ মব সৃষ্টি করে জীবননাশের হুমকির প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা দেড়টার দিকে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে কুয়েটের শিক্ষার্থীরা এ বিক্ষোভের আয়োজন করে। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র কল্যাণ পরিচালক রঞ্জন রাহা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আবু সায়েম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম।

বক্তারা প্রকৌশলী রোকনের ওপর জীবননাশের হুমকির তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি জানান।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন