পাঠকের প্রত্যাশা পূরণে নতুন অভিযাত্রায় আগামীকাল বুধবার (২৭ আগস্ট) বাজারে আসছে ‘দৈনিক খুলনা গেজেট’। সময়মত পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দিতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে নগরীর পিটিআই মোড়স্থ কমিউনিটি সেন্টারে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের সাথে সোমবার (২৫ আগস্ট) রাতে খুলনা গেজেট কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মাহমুদ আহসান, মিডিয়া ব্যক্তিত্ব গাজী আলাউদ্দিন আহমদ, সার্কুলেশন ম্যানেজার দেবাশীষ কুমার দে, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুডু, সিনিয়র সদস্য হোসেন আলী বাবু, মোঃ রফিক এবং সাবেক সিনিয়র সদস্য ও এজেন্ট আব্দুল মজিদ।
এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার বিএম শহিদুল ইসলাম।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জুলাই অনলাইন নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরু করে খুলনা গেজেট। যা গত পাঁচ বছরে খুলনা তথা এ অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সেই আস্থার ধারাবাহিকতায় পাঠকের প্রত্যাশা পূরণে এবার দৈনিক পত্রিকা হিসেবে নিয়মিত ৪ পৃষ্ঠা ৪ রঙে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আপনাদের প্রিয় পত্রিকা। আগামীকাল বুধবার উদ্বোধনী ক্রোড়পত্রসহ প্রকাশিত হবে ৮ পৃষ্ঠা।
খুলনা গেজেট/এনএম