Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ

সভাপ‌তি প‌দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে সৈয়দ জাহিদ

নিজস্ব প্রতিবদক

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের নির্বাচনে সভাপতি প্রার্থী মো. সালাহউদ্দিন খান, পরিচালক পদপ্রার্থী কাজী তন্ময় হাসান তমাল ও মজনু শেখ এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার ঋণ খেলাপীর অভিযোগে তাদের ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সভাপতি পদে একমাত্র প্রার্থী রয়েছেন সৈয়দ জাহিদ হোসেন। আপীলে অন্য প্রার্থী প্রার্থীতা ফেরত না পেলে সৈয়দ জাহিদ হোসেন বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হবেন।

নৌপরিবহন মালিক গ্রুপের সচিব মো. কামরুল ইসলাম জানান, নির্বাচনে ২০টি পদে ৪২টি মনোনয়নপত্র জমা পড়ে। রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণ খেলাপীর অভিযোগে ৩ জনের মনোনয়নপত্র বাদ দেওয়া হয়। ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ২৮ আগস্ট আপীল করতে পারবেন।

এদিকে সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচনী বোর্ড। চূড়ান্ত প্রার্থী তালিকায় সভাপতি পদে একমাত্র প্রার্থী রয়েছেন সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতির দুটি পদে মো. কামাল হোসেন ও কাজী ফেরদৌস হোসেন এবং শেখ জহির হোসেন ও জি এম আবদুস সাত্তার, মহাসচিব পদে মফিজুর রহমান ও আবু বক্কর সিদ্দিক নান্না, যুগ্ম মহাসচিবের দুটি পদে শাহাদাৎ হোসেন মল্লিক ও মফিজুল ইসলাম এবং এস এম আজাহার আলী ও কাজী রাহাত হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওসমান গণি ও নুরুল ইসলাম খান, পরিচালক পদে প্রাথী হয়েছেন আবদুল মতিন তালুকদার, এস এম আসাদুজ্জামান, এস কে তানজিম আহমেদ ফারিন, এস এম আসিফ মঈন, কে এম আবদুস সালাম, বশির উদ্দিন আহম্মেদ, ওমর ফারুক মিঠু, জোবায়ের রহমান মিয়া, মো. জোবায়ের হোসেন, ফারুক আহম্মেদ খান, শফিকুল ইসলাম, শামীম তালুকদার, শামীম হোসেন ও মো. কামরুজ্জামান, অন্য প্যানেল থেকে প্রার্থী হয়েছেন সালমান আলম, আবদুল হাকিম হাওলাদার, আবদুর রহমান, সাদেকুর রহমান, দেলোয়ার হোসেন দুলাল, মনির হোসেন, মো. হাদীউজ্জামান, মো. আ. রশীদ, নিঘাত সুলতানা, জসিম শেখ, কাজী নাজমুল হাসান ও সুদীপ্ত দাস জয়।

প্রসঙ্গত, আগামী ২৭ সেপ্টেম্বর নৌপরিবহন মালিক গ্রুপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এইচ/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন