বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

পায়রা বন্দরের চেয়ারম্যানের সঙ্গে শিপ হ্যান্ডলিং অ্যাসোসিয়েশনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

গতকাল এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এম.এ. বকর, সহ-সভাপতি মো. রফিকুল আনোয়ার বাবু, সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, কোষাধ্যক্ষ মো. সারফরাজ নেওয়াজ ফরহাদ, উপদেষ্টা মোস্তফা জেসান ভুট্টো এবং কার্যকরী সদস্য মো. মহসিন বেপারী।

এ সময় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বন্দরের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

খুলনা গেজেট/এইচ/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন