আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন,
“১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে।”
তিনদিনের কর্মসূচি:
১ সেপ্টেম্বর: বিকেল সাড়ে ৩টায় নগরীর কেডিএ এভিনিউ তেঁতুলতলা মোড়ে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ সেপ্টেম্বর: খুলনার বিভিন্ন থানায় বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি। ৩ সেপ্টেম্বর: বিকেল ৩টায় পল্লীমঙ্গল স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ।
সভায় কর্মসূচি সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ। এতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ মোশাররফ হোসেন, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও অন্যান্য সহযোগী সংগঠনের শতাধিক নেতা।
খুলনা গেজেট/এসএস