যুব সমাজের টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের প্রত্যয়ে কাজ করে যাওয়া আপস যুব সংগঠন উদযাপন করেছে তাদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২৩ আগস্ট) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. রেদওয়ানুল ইসলাম রুহান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল্লাহ হক তানভির, ক্রীড়া সংগঠক ও এ সংগঠন এর উপদেষ্টা শাহ্ জিয়াউর রহমান স্বাধীন। বক্তৃতা করেন খুবির শিক্ষার্থী জুলাই যোদ্ধা সাইফ নেওয়াজ, সিরাক বাংলাদেশ এর খুলনা প্রতিনিধি সুমাইয়া ইসলাম। সংগঠনের স্মৃতিচারণ পর্বে বক্তৃতা করেন নিয়াজ মাহমুদ, শেখ আরিফুজ্জামান, নাজমুস সাকিব বর্ণ, মেহেদী হাসান। উপস্থাপনা করেন এ সংগঠনের সাহিত্য সম্পাদক সাজিদা নূর।
বিভিন্ন স্তরে অবদান রাখায় আপসের সেরা স্বেচ্ছাসেবক শেখ আরিফুজ্জামান ও সেরা কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানকে সংগঠনের সনদ প্রদান করা হয়।
অুষ্ঠানের প্রধান অতিথি খুলনায় গণঅভ্যুত্থানের লেখক ও খুলনা গেজেট এর নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবুকে বিশেষ সন্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, এ সংগঠন ২০১৭ সাল থেকে সুবিধা বঞ্চিত শিশু,পরিবার ও জলবায়ু পরিবর্তন রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে।
খুলনা গেজেট/এএজে