Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রতিবছর বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে ডুমুরিয়া। সরকারের পক্ষ থেকে সময়োপযোগী পদক্ষেপ না নেওয়ায় প্রতিবছর হাজার হাজার মৎস্য ঘের তলিয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সবজি। বর্তমানে ডুমুরিয়ার কমপক্ষে ৭টি ইউনিয়ন এখন পানির নিচে। পানিতে তলিয়ে যাওয়া মধ্যে ডুমুরিয়া সদরে খলশী—মির্জাপুর—মাধবকাঠী বিলের কমপক্ষে ৬ গ্রামের বাসিন্দারা শনিবার বিকেলে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস. এম. জাহাঙ্গীর আলম। সভায় নিজেদের উদ্যোগে শোলমারী গেটে ২৪ ঘণ্টা তদারকির জন্য দু’জন শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত হয়। ৭ দিনের মধ্যে শোলমারীর ১০টি রেগুলেটর সচল করার জন্য জোর দাবি জানানো হয়। কচুরিপানা কাটার মেশিন নষ্ট হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত ডুমুরিয়া সদরের বিভিন্ন খালের কচুরিপানা কাটার ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

উত্তর বিল রক্ষায় ৫ নম্বর ওয়ার্ড থেকে ২৫ জনকে নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। শুকলাল বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ইউপি সদস্য লুৎফার রহমান মোড়ল।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য গফ্ফার গাজী, ইউপি সদস্য আমজাদ হোসেন ফকির, ইউপি সদস্য দেবাশীষ মণ্ডল, বিএনপি নেতা সরোয়ার মোড়ল, জিন্নাত মোড়ল, শিক্ষক জব্বার শেখ, প্রশান্ত বিশ্বাস, আনোয়ার শেখ, অমর মণ্ডল, অসিত মণ্ডল, জিবানন্দ মণ্ডল, সুকদেব মণ্ডল প্রমুখ।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন