বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নগরীর রেষ্টুরেন্টে চুরি, মালামাল সহ ২ চোর আটক

গেজেট ডেস্ক

গত ৫ আগস্ট ২০২৫ তারিখ রাতে খুলনা সদর থানাধীন সাতরাস্তা মোড়ের নূর কাচ্চি হাউজ নামক রেস্টুরেন্ট থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে যায়। এ ঘটনায় বাদী শোরীফা আলমের এজাহারের ভিত্তিতে খুলনা সদর থানায় চুরি মামলা রুজু করা হয়।

তদন্তে নেমে পুলিশ চোরদের সনাক্ত করে এবং গ্রেপ্তারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৫ তারিখ রাতে লবণচরা থানাধীন হরিণটানা রিয়াবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে আহাদ আলী (৪৫), পিতা-রাশেদ শেখ, এবং কামরান বিশ্বাস (২০), পিতা-মৃত: মাজেদ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের হেফাজত থেকে রেস্টুরেন্ট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। তাতে রয়েছে ২টি দুই টনের এসি, ১টি কাঠের হাতলযুক্ত মুভিং চেয়ার, ৫টি সিসি ক্যামেরা, ১৫টি সিরামিক প্লেট এবং ৮টি পর্দা।

আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে ও  চুরির ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন