Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক কারাগারে

নিজস্ব প্রতিবেদক

যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক চিসতী মোস্তারী বানুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে খুলনা নিউমার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে প্রেরণ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

গ্রেপ্তার যুব মহিলা লীগের ওই নেত্রী সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা ন্যাশনাল স্কুলের পাশের বাসিন্দা গাজী হাফিজুর রহমানের স্ত্রী।

আদালতের সূত্র জানায়, ১৬ জানুয়ারি বিকেল ৫ টার দিকে খুলনা সদর থানাধীন রয়্যাল মোড়ে ফ্যাশান জোন বাই লিন্ডায় প্রবেশ করে কর্মচারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তৎকালীন মহিলা যুবলীগের কয়েকজন নেত্রী। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে হত্যার হুমকি দেয় তারা। এ সময় বাদীর ক্যাশে রাখা নগদ ২ লাখ টাকা ৮০ হাজার টাকা মূল্যের কসমেটিক এবং মূল্যবান ড্রেস লুট ও ভাংচুর করে তারা।

এ ঘটনায় ওই দোকান কর্মচারী কয়েকজনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ২৪। যুব মহিলা লীগের গ্রেপ্তার হওয়া ওই নেত্রী এ মামলার একজন আসামি। শুক্রবার রাতে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে এবং শনিবার আদালতে প্রেরণ করে।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন