ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ডুবুরিরা অংশ নিয়েছেন।

নিখোঁজ যুবক হলেন রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশ (১৭)।

পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনেরবাজারের দিকে যাচ্ছিল। নদীর মাঝপথে ফেরির সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ট্রলার থেকে দু’জন নদীতে পড়ে যান। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশের সন্ধান পাওয়া যায়নি।

প্রথমে স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিলেও পরে খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা অভিযান চালান।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে ফেরির সংঘর্ষ হয়। নৌকার একটি অংশ ফেরির নিচে ঢুকে যায়। এতে কিছু যাত্রী নদীতে পড়ে যান এবং কিছু যাত্রী ফেরিতে উঠে যান। এর মধ্যে আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

খুলনা গেজেট/সাগর/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন