শিপইয়ার্ড সড়কের কাজ বন্ধ: নাগরিক সমাজের ক্ষোভ

গেজেট ডেস্ক

খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ শিপইয়ার্ড সড়কের উন্নয়ন কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, প্রায় এক যুগ ধরে উন্নয়ন প্রকল্পের নামে গাফিলতি, দীর্ঘসূত্রতা এবং অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ সময়ে প্রকল্পের ব্যয় তিনবার বৃদ্ধি করা হলেও এখনো কাজ শেষ হয়নি। নগরবাসী যখন অপেক্ষার প্রহর গুনছিলেন, তখনই হঠাৎ কাজ বন্ধ ঘোষণা করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রায় ৭০ কোটি টাকা পরিশোধ করে কার্যাদেশ স্থগিত করা হয়েছে। এতে সড়কটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সড়কটির বেহাল দশার কারণে কেবল ঐ এলাকার মানুষই নয়, পুরো খুলনাবাসীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আর্থিক ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে।

তারা প্রশ্ন তোলেন—এ দায়ভার বহন করবে কে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাকি ঠিকাদার প্রতিষ্ঠান? একই সঙ্গে দ্রুত উন্নয়ন কাজ সম্পন্ন করা, প্রকল্পের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যথায় ভুক্তভোগী এলাকাবাসী ও নগরবাসীকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতারা। খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন