খুলনায় জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের বিভিন্ন শ্রেণির তরুণ-তরুণীদের নিয়ে জলবায়ু পরিবর্তনের কারণে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা (SRHR) প্রাপ্তিতে যেসব বাধার মুখে পড়ছেন, তা তুলে ধরা এবং ভবিষ্যতের জন্য টেকসই, যুব-নেতৃত্বাধীন সমাধানের কর্মশালা আয়োজন করা হয়। সোনাডাঙ্গার পুষ্প বিলাস হোটেলে সোমবার (১৮ আগস্ট) সিরাক বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।
দিনব্যাপী আয়োজিত কর্মশালায় সিরাক বাংলাদেশের খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে এবং মো. সেলিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন খুলনা জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. আকিব উদ্দিন, খুলনা সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, বিভাগীয় পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক (চলতি দায়িত্ব) মো. সাদিকুল ইসলাম, খুলনা বিভাগীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীকা, খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক মো. আব্দুস সাত্তার, খুলনা জেনারেল হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. মো. রফিকুল ইসলাম এবং খুলনা জেলা পাবলিক হেলথ নার্স সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা সাধন কুমার দাস।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবুল কালাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নতুন জীবাণুর সংক্রমণ বাড়ছে, যা সরাসরি স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
আলোচনা পর্বের পর দুপুর থেকে কর্মশালায় দলভিত্তিক আলোচনায় অংশ নেন সিরাক বাংলাদেশের প্রোগ্রাম লিড শাহিনা ইয়াসমিন, ইনোভেশন অ্যান্ড ইয়ুথ স্পেশালিস্ট মো. নাজমুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন ফাইন্যান্স ও অ্যাডমিন কো-অর্ডিনেটর ওমর ফারুক খান, নেটওয়ার্ক অফিসার মো. কামরান মিয়া এবং প্রজেক্ট অফিসার সুমাইয়া রহমান।