খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল, তবে ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারণকে আদর্শ জাতি গঠনে উদ্বুদ্ধ করে, কিন্তু বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না।
সোমবার (১৮ আগস্ট) স্থানীয় ইউনাইটেড ক্লাব মিলনায়তনে ২১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে, মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশ ঘটলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে শান্তি, ন্যায্যতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করে সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়েছেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন উদ্ধোধনী বক্তব্য দেন। ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহানা ঈসা, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, নগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, নগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হালিমা আক্তার খানমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
খুলনা গেজেট/এসএস