Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফুলতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ফুলতলা প্রতিনিধি

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের উদ্যোগে আজ সকাল ১০টায় ফুলতলা উপজেলা পরিষদের শহিদ হাবিবুর রহমান মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ফুলতলা উপজেলা প্রশাসন।

উপস্থিত জুলাই যোদ্ধারা বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও মানুষ কী কী সুবিধা পাচ্ছে, তাদের কী সমস্যা রয়েছে, এবং তাদেরকে কীভাবে আরও বেশি সহযোগিতা করা যায় ইত্যাদি বিষয় অনুধাবন করাই ও মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করাই আমাদের এই মেডিকেল ক্যাম্পিং-এর মূল উদ্দেশ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান বলেন, “ডিসি মহোদয়ের নির্দেশে খুলনার প্রতিটি উপজেলায় এই মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে আমাদের ফুলতলা উপজেলায় আজকের এই আয়োজন। অনুষ্ঠানটি যাতে সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়, আমি সেই কামনা করি।”

উক্ত মেডিকেল ক্যাম্পিং-এ উপস্থিত রোগীদের ব্লাড গ্রুপিং, প্রেসার ও ডায়াবেটিস চেকসহ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগ নির্ণয় করা হয় এবং ফ্রিতে ঔষধ প্রদান করা হয়। প্রদত্ত ঔষধের মধ্যে রয়েছে এন্টাসিড, ভিটামিন সি, ক্যালসিয়াম, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, ওমেপ্রাজল, অ্যাজিথ্রোমাইসিন, ডোমপেরিডন এবং সেটিরিজিন।

মেডিকেল ক্যাম্পিং সারাদিন চলমান থাকবে বলে জানা গেছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল প্রশাসনিক কর্মকর্তা, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, স্কাউট ও স্বেচ্ছাসেবীরা।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন