রূপসার শ্রীফলতলা ইউনিয়নের জেবিএম রাইজিং অ্যাসোসিয়েশন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শহীদ মুনসুর স্মৃতি সংসদ ও জেকেএস ইমাম ফুটবল একাডেমি। সোমবার (১৮ আগস্ট) বিকালে জেবিএম মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
খেলায় শহীদ মুনসুর স্মৃতি সংসদের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজু হ্যাটট্রিক করে দলকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ করেন। ইমাম ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলটি করেন জুম্মান। খেলাটি পরিচালনা করেন রেফারি মোজাহের হোসেন মিঠু, মিরাজ ও জাহিদ। ধারাভাষ্যে ছিলেন মো. রুবেল হাসান, খোরশেদ আলম ও জিয়াউদ্দিন ইজারাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জাবেদ হোসেন মল্লিক, অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, শেখ শফিকুল ইসলাম, বিকাশ মিত্র, রয়েল আজম, মাহমুদুল আলম লোটাস, শরিফুল ইসলাম বকুল, খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, আয়ুব মোল্লা ও জিয়াউল ইসলাম বিশ্বাস।
জেবিএম রাইজিং অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক, হাফেজ মাওলানা জাহিদুর রহমান, শামীম হাসান, আলী হোসেন ঢালী, হিরাঙ্গীর হোসেন হিরু, সুলতান মাহমুদ বাদশা, হারুনুর রশিদ, হিরু মল্লিক, আরিফ হোসেন শেখ, আ. রশিদ মল্লিক, মাসুদ মোল্লা, রউফুল হক মুকুল, আজমল হোসেন টাবলু, মহিবুল্লাহ মোড়ল বাকি, রুবেল হাসান, রফিকুল ইসলাম বাবু, রনি লস্কর, জামাল শেখ, সোহেল রানা, তুহিন, আলমগীর হোসেন, শাহজাদা আলমগীর, শাহজালাল খন্দকার, শামীম মোল্লা, শরিফুদ্দিন শেখ, জাহাঙ্গীর বিশ্বাস, জিয়াউদ্দিন ইজারাদার, বোরহান উদ্দিন শেখ, মনি কুমার ও আকরাম হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/এসএস