Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫

পতিত জমি মাছ চাষের আওতায় আনা গেলে উৎপাদন আরো বৃদ্ধি পাবে: মো. হুসাইন শওকত

নিজস্ব প্রতিবেদক

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (মঙ্গলবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের শারীরিক ও মানসিক বিকাশে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মৎস্যজীবী ও মৎস্যচাষিদের আয় বেড়েছে। দক্ষিণাঞ্চলে অনেক পতিত জমি রয়েছে, সেগুলো মাছ চাষের আওতায় আনা গেলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং জাতীয় চাহিদা পূরণ সম্ভব হবে। তিনি আরও বলেন, মৎস্যখাত জাতীয় উন্নয়নে অবদান রেখে চলেছে। পরিকল্পিতভাবে মাছ চাষ করলে অল্প জায়গায় অধিক উৎপাদন সম্ভব।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, চিংড়ি চাষি মো. আবু হাসান সরদার প্রমুখ। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার ছয়জন সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শহিদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন