Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

দিঘলিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার গাজীরহাটের পদ্মবিলা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী জনৈক বুলু শিকদারের ওপর দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে।

চাঁদা দিতে অস্বীকার করলে গত ১৬ আগস্ট শনিবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে স্থানীয় কুব্বাত মুন্সির পুত্র তৈয়ব মুন্সির নেতৃত্বে চাঁদার টাকা আনতে বুলু শিকদারের ওপর হামলা চালায়। স্থানীয় গাজীরহাটের পুলিশ ফাঁড়ি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত‍্যতা পেয়ে তৈয়ব মুন্সিকে আটক করে। তৈয়েব মুন্সির বড় ভাই গাজীরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহাগ মুন্সির নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় বুলু শিকদারের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে ৩০/৩৫ জনের নামে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০৯ তাং ১৬ আগষ্ট।

রাতেই খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সোহাগ মুন্সির ০৩ সহযোগীকে আটক করে।

পুলিশ ফাড়ির আইসি আব্দুল্লাহ আল মাসুদসহ তিন পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।

এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দিঘলিয়া থানায় আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

তিনি আরও জানান আসামিদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত তিনজন আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন