রূপসায় দেলোয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

রূপসা প্রতিনিধি

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা রোববার (১৭ আগস্ট) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ খাজাডাঙ্গা হাতেমতলা ইউনিট শাখার উদ্যোগে টিএসবি ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ ইমন, উপজেলা নায়েবে আমীর ডা. রেজাউল করিম খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন শেখ, উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান এবং সেক্রেটারি মাওলানা গোলাম রসুল।

টিএসবি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সহ-সভাপতি হাফেজ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি মাস্টার মিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা ইবরাহীম খলিল ফারুকী, মাওলানা আব্দুল গফ্ফার, মাওলানা ইমাম হোসেন, মাওলানা ইমান আলী গাজী, মাওলানা রেজাউল করিম, সাইফুল ইসলাম, মনির হোসেন, হাফেজ মাওলানা আল-আমিন ও আল মামুন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন