Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছায় আদালতের রায় পেয়ে ২০ বছর পর সম্পত্তি পুনরুদ্ধার

পাইকগাছা প্রতিনিধি 

আদালতের রায় ও ডিগ্রি পেয়ে খুলনার পাইকগাছায় দীর্ঘ ২০ বছর পর বে-দখল হওয়া ২.১৭ একর সম্পত্তি পুনরুদ্ধার হয়েছে।

উপজেলার খড়িয়া ঢ্যামশাখালীর রনজিৎ কুমার সরদাররা ১৯৭০ সালে লক্ষীখোলার মোজাম্মেল হক কাগজীদের কাছে ২.১৭ একর জমি বিক্রি করেন। যার দলিল নম্বর ৫৪৮৩/৭০।

মোজাম্মেল গং জমি ক্রয় করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছিলেন। জমির রেকর্ড ও নামজারি সহ প্রয়োজনীয় সব কাগজপত্র তাদের নামে ছিল। তারা ২০০৪ সাল পর্যন্ত ভোগদখলেও ছিলেন। কিন্তু পরবর্তীতে সীমানা সমস্যা দেখিয়ে রনজিৎ সরদার গং আদালতে বাটোয়ারা মামলা (নম্বর ২০৪/৬৬) দায়ের করেন। পরে সোলেসুত্রে একতরফা ডিগ্রি লাভ করে ২০০৫ সালে জমিটি জবরদখল করেন।

এ ঘটনায় মোজাম্মেল হক গং একই বছর আদালতে ডিগ্রি রদের মামলা দায়ের করেন। ২০১৫ সালে আদালত তাদের পক্ষে রায় প্রদান করে ডিগ্রি রদ করেন। ওই রায়ের বিরুদ্ধে রনজিৎ গং আপিল করলে চলতি বছরের ২২ জুলাই দেওয়ানী ১৯ নম্বর আপিলে নিম্ন আদালতের রায় বহাল থাকে। আদালত রায়ে রনজিৎ গংয়ের ডিগ্রি ‘ভুয়া ও বাতিল’ বলে ঘোষণা করেন।

রায় পাওয়ার পর শনিবার জমি পুনরুদ্ধার করে মোজাম্মেল কাগজীরা সেখানে ধান রোপণ করেন।

এ বিষয়ে প্রতিপক্ষ রনজিৎ জানান, তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবারও আপিল করবেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন