খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার দুটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর লবণচরা থানাধীন হরিণটানা গেট এলাকায় এবং দুপুর সোয়া ১২টার দিকে আড়ংঘাটা থানাধীন বিল পাবলা বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন—সোনাডাঙ্গা থানার লায়ন্স স্কুল সংলগ্ন এলাকার নাসিরউদ্দিন মিন্টুর ছেলে মোস্তাকিন সিরাজুল মিকু (২১) এবং বিল পাবলা এলাকার বাসিন্দা প্রসাদ বিশ্বাসের স্ত্রী মিনতি বিশ্বাস (৬০)।

লবণচরা থানার ডিউটি অফিসার আবু জাফর জানান, বেলা ১১টার দিকে রূপসা থেকে বাড়ি ফেরার পথে মোস্তাকিন সিরাজুল মিকু হরিণটানা গেট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বিল পাবলা বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল মিনতি বিশ্বাসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর ১২টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন