Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

নিজস্ব প্রতিবেদক

খুলনায় গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, কারবালার শহীদ ইমাম হুসাইন (আ.)’র শাহাদাতের চল্লিশা বা চেহলাম পালিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকাল ২টা ৩০ মিনিটে নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়িতে খুলনা বিভাগীয় চেহলাম কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, শোকসভা এবং মাতম মিছিল অন্তর্ভুক্ত ছিল। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুমিন অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, “ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত মানবজাতির ইতিহাসে অনন্য ও শোকাবহ। এটি জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি নৈতিক দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মাদী। তিনি বলেন, “হুসাইন হেদায়েতের আলোকবর্তিকা এবং নাজাতের তরণী।”

আলোচনা সভার পর শোক ও মাতম মিছিল বের করা হয়। মিছিলে আল্লাহু আকবার, ইয়া হুসাইন ধ্বনিতে নগরীর বিভিন্ন এলাকা মুখরিত হয়।

প্রসঙ্গত, প্রতি বছর ইসলামি বিশ্বে ২০ সফর তারিখে ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের চল্লিশা পালিত হয়। ৬১ হিজরির ১০ মহররমে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে তিনি ও তাঁর পরিবার শাহাদাত বরণ করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন