Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেকেবিএইউতে নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ফল-২০২৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য উদ্বোধনী শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় সফল হতে কোনো শর্টকাট পথ নেই। এখানকার অর্জিত জ্ঞানই কর্মজীবনের ভিত্তি তৈরি করে। তাই শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। নিয়মিত অধ্যাবসায় জ্ঞানার্জনের সবচেয়ে কার্যকর উপায়।” তিনি নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এবং তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. এম. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইন-চার্জ) রথীন্দ্র নাথ মহালদার এবং অ্যাডজাঙ্কট শিক্ষক প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী।

এ ছাড়া নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের নাজিয়া সুলতানা, বিবিএ বিভাগের আফসানা মমতাজ লিজা এবং আইএসএলএম বিভাগের জাকারিয়া ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক মো. মেহেদি হাসান এবং আইএসএলএম বিভাগের প্রভাষক আহসান উল্লাহ।

এ সময় পাঁচটি বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন